
		অনলাইন ডেস্ক: দাবি পূরণের আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে। তবে তারা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানান অনশনরত শিক্ষার্থী একেএম রাকিব।
তিনি বলেন, আমাদের তিনটি দাবির মধ্যে দুটি পুরোপুরি মেনে নিয়ে লিখিত চিঠি দেওয়া হয়েছে। বাকি একটি আলোচনা সাপেক্ষে মেনে নেওয়া হবে। লিখিত চিঠি পাওয়ায় আমরা অনশন প্রত্যাহার করছি। মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত জবি পুরোপুরি শাটডাউন থাকবে।
মন্তব্য করুন