
		মিরসরাই সংবাদদাতা: চট্টগ্রামের মিরসরাইতে ফসলি জমির মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রকাশের পর গতরাতে এই অভিযান চালানো হয়। অভিযানে দুইটি মাটি বহনকারী পিকআপ ও এস্কেভেটর জব্দ করা হয়, আটক করা হয় তিন ড্রাইভারকে।
তবে, অভিযান চালানোর ফাঁকেই যোগসাজশে একটি মাটি বহনকারী পিকআপ সরিয়ে ফেলে দুর্বৃত্তরা। অভিযান পরিচালনাকারীদের বিরুদ্ধে গাড়ি সরিয়ে নেয়ার অভিযোগ উঠে। আশেপাশে খোঁজার পরও সেই গাড়ির আর হদিস মেলেনি।
এদিকে, জব্দকৃত গাড়ি ও আটককৃতদের মিরসরাই উপজেলায় নেয়ার পর মোবাইল কোর্ট বসিয়ে এক জনকে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়। এসময়, বাকি দু’জন ড্রাইভার ও জব্দ করা পিকআপটিও ছেড়ে দেয়া হয়।
মন্তব্য করুন