
		ময়মনসিংহ সংবাদদাতা: সীমান্তে এখন কোন উত্তেজনা নেই, বিজিবি ও বিএসএফের মধ্যে আগামী মাসে ডিজি পর্যায়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে। অন্যদিকে দেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রচার করায় বিদেশী মিডিয়াগুলোর অপপ্রচার কমে গেছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন