
		কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে মৌলভীবাজার থেকে আটক করে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশ জানায়, গোলাম রব্বানী টিপুকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকতের হোটেল সিগাল পয়েন্টে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোপূর্বে র্যাব-১৫ অভিযান চালিয়ে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও নিহত রব্বানীর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টুকে গ্রেপ্তার করে। এর আগে গত শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে নিহত রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী বাদী হয়ে অঞ্জাতনামা আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন