মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ত্যাগী কর্মীদের নিয়েই স্বেচ্ছাসেবক দলের কমিটি হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম

অনলাইন ডেস্ক: বিগত সাড়ে ১৭ বছরের আন্দোলনে যেসব ত্যাগী কর্মী রাজপথে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের গুম-খুন-জুলুম-অত্যাচারের স্বীকার হয়েছে এবং জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে ছিলো তাদের নিয়েই আগামী কমিটি গঠিত হবে। এমন কথা জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে একথা বলেন তিনি।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংগঠনিক যোগ্যতাই কর্মীদের দলের নেতৃত্বে পৌঁছে দিবে। যোগ্যদের সঠিক নেতৃত্বে দল খুঁজে নিবে বলেও মন্তব্য করেন তিনি।

লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সহ-সভাপতি মনির হোসেন মৃধা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক মনির হোসেন ও দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ।

এছাড়া লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজনের পরিচালনায় কর্মী সভায় চারটি ওয়ার্ড নিয়ে গঠিত লালবাগ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান