
		নিজস্ব প্রতিবেদক: কারাগার থেকে মুক্তি পেয়ে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। বুধবার সন্ধ্যায় তিনি কার্যালয়ে এলে টেলিভিশনের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভ্যর্থনা জানান।
পরে তিনি তার কক্ষে প্রবেশ করলে এক আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি হয়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সকলে। এসময় তিনি বলেন, তার বিরুদ্ধে মামলাগুলো ছিলো উদ্দেশ্যেমূলক। তাঁকে দেশ ছাড়াসহ নানা প্রলোভন দেয়া হয়েছিলো বলে তিনি জানান। কিন্তু এসব প্রস্তাবে তিনি মাথা নত করেননি। এসময় তাঁর মুক্তি উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন