
		নিজস্ব সংবাদদাতা: সায়মা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার চাচা তারিক সিদ্দিকসহ চারজনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। আর প্রায় ৬ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা হয়েছে শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে।
২০২৪ সালের ফেব্র“য়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত? তা ঘাটতে গিয়ে প্রাথামিক তথ্যে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটানোর সত্যতা পেয়েছে দুদক। বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এদিকে, ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নামেছে দুদক। তার চাচা তারেক সিদ্দিকসহ মোট চারজনের সম্পদের হিসাব মিলিয়ে দেখবে সংস্থাটি।
এদিন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে টেলিকম ব্যবসার আড়ালে ৩ কোটি ৩২ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া শামীম ওসমান পরিবারের প্রতিষ্ঠান ‘কে টেলিকমিনিকেসন্স’ এর ২ কোটি ৫১ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগেও মামলা হয়েছে।
অন্যদিকে, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ২৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্র“পের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছ দুদক। বিদেশে অর্থপাচারসহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্যসচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন।
মন্তব্য করুন