
		নিজস্ব প্রতিবেদক: ডেসটিনিতে বিনিয়োগকারিদের টাকা দ্রুত সময়ের মধ্যে ফেরত দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। কারামুক্ত হওয়ার পরদিন বৈশাখী টেলিভিশনকে একথা জানান তিনি। গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের জব্দ করা সব একাউন্ট খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান রফিকুল আমিন।
দীর্ঘ ১২ বছর পর কারামুক্ত হয়ে বৃহস্পতিবার প্রথম অফিস করেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। বৈশাখী টেলিভিশন ভবনের পঞ্চম তলায় অবস্থিত নিজের অফিস রুমে ডেসটিনি ২০০০ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় বৈশাখী টেলিভিশনের সাথে ডেসটিনি গ্রুপের ব্যবসা পরিচালনা ও বিনিয়োগকারীদের স্বার্থ সংশি¬ষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন রফিকুল আমিন। বলেন, ডেসটিনি গ্রুপে ৪৫ লাখ বিনিয়োগকারীর প্রতি দায়বদ্ধ তিনি। জানান, গত ১২ বছরে জেলখানায় বন্দি থাকায় অংশিদারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করা যায়নি। এখন বিনিয়োগকারীদের পাওনা টাকা ফেরত দিয়ে নতুন উদ্যোমে ব্যবসা শুরু করা হবে।
পরে বৈশাখী টেলিভিশনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এসময় বার্তা বিভাগ, অনুষ্ঠান বিভাগসহ বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এমডিকে।
এসময় তিনি আগামী দিনে আরো মানসম্মত অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বৈশাখী টেলিভিশন সবার সেরা হয়ে এগিয়ে যাবার প্রত্যাশা জানান।
শিগগিরই বৈশাখী টেলিভিশন বড় পরিসরে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বলেও জানান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান রফিকুল আমিন।
মন্তব্য করুন