মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জুলাই ঘোষণাপত্র: প্রধান উপদেষ্টাকে কি বললো দলগুলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় সভা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় বিএনপি, জামায়াত, গণফোরাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে তারা বলেন, ঘোষণাপত্র প্রনয়ণ করতে গিয়ে যাতে ঐক্য বিনষ্ট না হয় সে বিষয়ে লক্ষ রাখার পরামর্শ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে বিগত ১৫ বছরের নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করার দাবি জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বিচার শেষ হবার আগে যাতে আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করার আহ্বানও জানায় দলগুলোর নেতারা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে তারা এসব বলেন।

ছাত্র প্রতিনিধিরা বলেন, গণঅভুত্থানের সকল শক্তিকে নিয়ে ঘোষণাপত্র করতে হবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সকলের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র করা হবে।

এর আগে বিকেলে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় সর্বদলীয় বৈঠক। এতে বিএনপি, জামায়াত, গণফোরাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপি’র পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যোগ দেন। আর জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ পরোয়ার। সূচনা বক্তব্যে অধ্যাপক ইউনুস বলেন, ৫ আগষ্টের পুরোটাই ছিল একতার অনুভূতি। ঐক্যের মাঝেই অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টাৃ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান