
		অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ফলে শিগগিরই গঠিত হবে জুডিশিয়াল অ্যাপয়েন্ট কাউন্সিল।শুক্রবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এতথ্য জানান। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত হবে।তিনি বলেন, প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অধ্যাদেশটি ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
মন্তব্য করুন