
		কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় নগরীতে নেই পর্যাপ্ত খেলার মাঠ। কেন্দ্রীয় ঈদগাহকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে শিশু কিশোররা। এতে কংকিটের ওপর খেলতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটে। আগামী প্রজন্মের চিন্তা করে দ্রুত খেলার মাঠ করার দাবি জেলার ক্রীড়া সংস্থার।
কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। যার এক তৃতীয়াংশ শিশু, কিশোর ও তরুণ। কিন্তু এসব শিশু-কিশোরদের খেলাধুলার জন্য নগরীতে নেই পর্যাপ্ত মাঠ। তাই নগরীর কেন্দ্রীয় ঈদগাহে খেলা করে শিশু-কিশোররা।
ঈদগাহ মাঠটিতে একসাথে খেলতে হয় শতশত শিশু কিশোরদের। মাঠটি পাকা হওয়ায় পড়ে গিয়ে প্রায় দুর্ঘটনা হয়। ঝুঁকি থাকার পরও কোন উপায় না পেয়ে খেলতে হয় ঈদগাহে।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল জানালেন, মাঠের অভাবে শিশু কিশোররা জড়িয়ে পড়ছে নানা অপরাধে।
ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে সিটি করপোরেশন খেলার মাঠের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের।
মন্তব্য করুন