
		ডেস্ক প্রতিবেদন : পিঠা বাঙালি সংস্কৃতির এক চিরন্তন অংশ। যা শীতকালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাজার বছরের ইতিহাসে পিঠা শুধু খাবার নয়, বরং এটি বাঙালির ঐতিহ্য। শুক্রবার ঠাকুরগাঁও ও মেহেরপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব। পিঠার স্বাদ নিতে নানা বয়সী দর্শনার্থীরা ভিড় জমান।
সারিসারি পিঠার বাহারি পরিবেশনা দেখলে জিভে জল চলে আসবে যে কারে। এই চিত্র ঠাকুরগাঁও পৌর শহরের রোড কাজীপাড়া এলাকায় পিঠা উৎসবের। প্রতিবছরের মতো এবারেও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয় পিঠা উৎসর। যাতে ২৬টি স্টল অংশ নেয়।
ভাপা, চিতই, মালপোয়া, ক্ষীর কুলি,গোকুল পিঠা,পাটিসাপটা, দুধ পুলিসহ নানা বাহারী সব পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
এদিকে মেহেরপুরে দারিয়াপুর খেলার মাঠে বসে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। হরেক রকমের দেশীয় পিঠার স্বাদ নেন দর্শনার্থীরা।
আয়োজকরা জানান, এমন আয়োজন ভবিষ্যতের করা হবে।
মন্তব্য করুন