
		গোলাম মোর্শেদ : লন্ডনে বেগম খালেদা জিয়ার সার্বক্ষণিক চিকিৎসায় ব্যস্ত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। ১০ দিন ধরে চলা স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষার সকল রিপোর্ট পর্যালোচনা করছেন চিকিৎসকরা। হার্টের কিছু জটিলতা দেখা দেয়ায় চিকিৎসায় নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। শিগগিরই লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি, হার্টসহ নানা শারীরিক জটিলতার বিষয়ে পরবর্তী ধাপের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, দিনভর মায়ের সেবায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১১ দিনের মতো লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। হাসপাতালের অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর সার্বিক চিকিৎসা।
বর্তমানে গেলো কয়েকদিন ধরে চলা স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষার প্রাপ্ত সকল রিপোর্ট পর্যালোচনা করছেন গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিকের পাাশাপাশি খালেদা জিয়ার সাথে থাকা ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল, পুত্রবধু ডাক্তার জোবাইদা রহমান ও যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা যুক্ত হয়ে রিপোর্ট পর্যালোচনা করেছেন। হঠাৎ হার্টের কিছু জটিলতা দেখা দেয়ায় চিকিৎসায় পরিবর্তন এনেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিস্থিতি মূল্যায়ন করে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত প্রতিদিনই কোন না কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করছেন মেডিকেল বোর্ড।
এদিকে, বেগম খালেদা জিয়ার সার্বিক দেখভাল করতে প্রতিদিনই স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে সাথে নিয়ে দ্য লন্ডন ক্লিনিকে যাওয়া আসা করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে রাত অবধি বাসার খাবার আনা-নেয়া থেকে শুরু করে মায়ের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন তিনি।
চেয়ারপার্সনের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানতে হাসপাতালের বাইরে প্রায় ভীড় করছে সেখানকার প্রবাসী বাংলাদেশীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মন্তব্য করুন