
		ফরিদপুর সংবাদদাতা: ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা মামলার একাধিক আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরকে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে সমন্বয়করা। রোববার (১৯শে জানুয়ারি) সংবাদ সম্মেলন থেকে তারা এই আল্টিমেটাম দেন।
এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছির সরাসরি ছাত্রদের ওপর হামলায় অংশ নিয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করছে না। আগামী পাঁচদিনের মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সমন্বয়করা।
তবে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলার সাথে জড়িত রয়েছে তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
গেল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় অংশ নেয় গোলাম নাছির। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখার পর বৈষম্যবিরোধী অনন্দালনের সমন্বয়করা তার গ্রেপ্তারের দাবি জানান।
মন্তব্য করুন