মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছে। রোববার (১৯শে জানুয়ারি) বিকেলে জেলার সদর উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিজানুল কবির মাসুদ (৪০) ও একই উপজেলার আইউব আলীর ছেলে সম্রাট (৩৫)। এদের মধ্যে মিজানুল কবির মাসুদ দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আটক কাভার্ডভ্যান চালক সবুজের (২৫) বাড়ি ভোলা জেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলে করে সদর উপজেলার হোতাপাড়া থেকে চান্দনা চৌরাস্তায় যাচ্ছিল মিজানুল কবির মাসুদসহ দুই জন। ওই সময় উল্টো পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

গাজীপুরের সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ কাভার্ডভ্যানটি আটক ও নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান