
		নিজস্ব প্রতিবেদক : মেডিকেলে ভর্তি পরীক্ষার কোটা প্রথা নিরসন ও ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যদি তা না করা হয় তাহলে আজ সোমবার সকাল ১১ টায় কঠোর কর্মসূচি জানাবে শিক্ষার্থীরা।
রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই দাবি জানানো হয়। সারাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর কোটা প্রথা বহাল থাকা শহীদদের রক্তের সাথে বেইমানি করার মতো। বৈষম্য নিরসনের এই যৌক্তিক দাবিতে সবাইকে এক হওয়ার আহবানও জানান শিক্ষার্থীরা।
মন্তব্য করুন