
		চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী কৃষকদের চাষাবাদকৃত ফলের বাগান ও ফসল নিয়ে শংকায় কৃষকেরা।
শনিবার (১৮ই জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএসফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশী কৃষকদের ফল বাগান নষ্ট করায় ও হামলার ঘটনার পর থেকে কপালে চিন্তার ভাঁজ সীমান্তবর্তী চাষিদের।
এদিকে এই ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে। তবে এসব এলাকায় সতর্ক টহল অব্যাহত রেখেছে বিজিবি। তবে রোববার ((১৯ই জানুয়ারি) সারাদিন সীমান্তে কোন উত্তেজনা বা অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
সরোজমিনে গিয়ে দেখা যায়, সীমান্তের দূরবর্তী এলাকার জমিতে কৃষকরা চাষাবাদ করছেন। তবে তা সংখ্যায় অনেক কম ছিল। কৃষকদের অভিযোগ চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত সংলগ্ন জমিতে রবিবার চাষাবাদ ও ফল বাগানগুলো পরিচর্যা করতে যেতে পারেননি তারা। বিএসএফ তাদের এসব এলাকার জমিতে প্রবেশে বাঁধা দেয়ায় তারা জীবনের নিরাপত্তার শংকায় জমি ও ফল বাগানগুলোতে যাননি।
মন্তব্য করুন