
		নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার দিবাগত রাতে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
এর আগে রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে একটি দোতলা ভবনের নিচতলায় বাটার শোরুমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আর ফারুক বলেন, বাটার শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন