মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভোটের অনিয়ম ঠেকাতে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ এএম

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের অধিকার রক্ষায় ও ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকাতে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সোমবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেছেন সিইসি। তিনি বলেন, ভয়ভীতিহীনভাবে মানুষ পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলেই ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে। এসময় অন্য নির্বাচন কমিশনাররা বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন।

সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেবো- এই প্রতিপাদ্যে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহ ৬৫ হাজার তথ্য সংগ্রহকারী নতুন, বাদ পড়া ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সব ঠিক থাকলে এই হালনাগাদের পরের ভোটার তালিকার মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, জুলাই আন্দোলনের জনআকাঙ্খা পূরণ করবে কমিশন।

নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্ক হয়ে তথ্যসংগ্রহকারীদের কাজ করার আহবান জানান নির্বাচন কমিশনাররা।

ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে পাশে চান প্রধান নির্বাচন কমিশনার।আজ থেকে অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপের কাজ শুরু হলো বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান