
চট্টগ্রাম প্রতিবেদক: সব ধরনের ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার দুপুরে নগরীর প্রেস ক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্যের কারণে মেধাবীরা বঞ্চিত হয়েছে দাবি করে সমাবেশে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদসহ ঢাকা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন