
		সাভার সংবাদদাতা: বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রচারের পর ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান শুরু করেছে সাভার হাইওয়ে পুলিশ।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের সাভার আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাভার হাইওয়ে থানা পুলিশের ওসি সওগাতুল আলম জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশা বন্ধে আমরা অভিযান শুরু করেছি। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ শতাধিক অবৈধ অটোরিকশাকে মামলা দেওয়াসহ এসব যানবাহন জব্দ করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত- ১৪ই জানুয়ারি ‘সাভার মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা’ এই শিরোনামে বৈশাখী টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়। তার পরে নড়েচড়ে বসে হাইওয়ে থানা পুলিশ।
মন্তব্য করুন