শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

তৃণমূল কর্মী থেকে নেতা বানান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

নিজস্ব সংবাদদাতা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তৃণমূলকে সংগঠিত করে তাদের মধ্যে থেকেই নেতা তৈরি করতে হবে। সোমবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করে এ কথা জানান তিনি।

সোমবার শুরু হয় বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এর উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেও সদস্যপদ নবায়ন করেন।

এসময় তিনি বলেন, দেশের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। লন্ডভন্ড করে দেয়া হয়েছে প্রতিটা সেক্টর। ঝড় কেটে গেছে। এখন পুনর্গঠনের সময়।

তৃণমূলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তারাই দলের প্রাণশক্তি। কর্মী থেকেই নেতা তৈরি করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদের প্রশিক্ষণের দরকার আছে। মেধাবীদের দলে নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
সাপের কামড়ের ওষুধ সব উপজেলায় পাঠানোর নির্দেশ
সাপের কামড়ের ওষুধ সব উপজেলায় পাঠানোর নির্দেশ
কমতে পারে গরম
কমতে পারে গরম
২ দিনের সফরে পাবনা গেলেন রাষ্ট্রপতি
২ দিনের সফরে পাবনা গেলেন রাষ্ট্রপতি