
		বরিশাল সংবাদদাতা: আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ গণহত্যা কারী একটি সিন্ডিকেট বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগা মাঠে দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন ।
দীর্ঘ দুই দশক পর বরিশালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। সবশেষ ২০০৫ সালে জামায়াতে ইসলামী একক ভাবে এমন সম্মেলন হয়েছিল বরিশালে। এরপর নানান রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকারের দমন নীপিড়ণের কারণে জামায়াত বরিশালে কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে পারেনি।
সম্মেলনে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।
এর আগে, সকালে জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান নগরীর শিল্পকলা একাডেমীতে নারী সমাবেশ যোগ দেন।
মন্তব্য করুন