মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তেজগাঁওয়ে রেলের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর তেজগাঁওয়ে রেলের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে ফার্মগেট সংলগ্ন তেজঁগাও রেল ক্রসিং এলাকায় এই অভিযান চালায় রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তার নেতৃত্বে একটি দল। এসময় ঝুপড়ি, অস্থায়ী দোকান, ভাসমান রেস্টুরেন্টসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান চলবে বলে জানান ভূ-সম্পত্তি কর্মকর্তা।

এসময় উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ব্যক্তিরা অভিযোগ করে বলেন, তাদের স্থাপনা গুঁড়িয়ে দিলেও পাশে প্রভাবশালীদের স্থাপনা উচ্ছেদ করা হয়নি। এছাড়া কোন নোটিশও দেয়া হয়নি তাদের।

যদিও এসব অবৈধ স্থাপনা অপসারণে গত ৫ ডিসেম্বর রেলওয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তা বলেন, স্থাপনার মালিকরা সময় চাওয়ায় তিন দিন সময় দেয়া হয়েছে।

তিনি জানান, সারাদেশে রেলওয়ের মোট জমির ৮০ ভাগই বেদখল। তবে রেলওয়ের তথ্য মতে তাদের ৬২ হাজার একর জমির মধ্যে বেদখলে আছে ৩ হাজার ৬১৪ একর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান