
		গোপালগঞ্জ সংবাদদাতা: পুলিশের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে কর ফাঁকির সত্যতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল- সিআইসি।
আজ মঙ্গলবার সকালে, সিআইসির উপ-পরিচালক শাহ ফজলে এলাহীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে অভিযান চালায়। এসময় পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহ করে তদন্ত দল কর ফাঁকির সত্যতা পায়।
তবে কয়েকটি বিভাগের কাছ থেকে তথ্য পাওয়ার পর কি পরিমাণ কর ফাঁকি দেয়া হয়েছে তা জানাতে পারবেন বলে জানান, সিআইসির এই কর্মকর্তা। গোপালগঞ্জ ছাড়াও সারাদেশে সাবেক আইজিপির সব স্থাপনায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন