মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীতে গ্যাসের তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম

ফাহিম মোনায়েম : দেশজুড়ে পাইপলাইনে গ্যাস সংকট তীব্র আকার ধারন করেছে। দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস মিলছে না। রাজধানীর বেশিরভাগ এলাকায় দিনের বেলায় গ্যাস থাকছে না। রান্নার চুলা জ্বালাতে রাতের জন্য অপেক্ষা করতে হয়। নিরুপায় হয়ে কেউ কাঠ অনেকে আবার বিদ্যুৎ চালিত চুলা ব্যবহার করছে। প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না শিল্পের গ্রাহকেরাও।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো এলাকা। গরম কালে মাঝে মাঝে গ্যাস সংকট দেখা দিলেও শীত মৌসুমে এ এলাকায় পাইপলাইনে গ্যাস পাচ্ছেন না বাসিন্দারা। রাত ১১টার পর গ্যাস এলেও সকাল থেকেই আর থাকে না। গ্রাহকরা বলছেন, লাইনের গ্যাস বেশিরভাগ সময় থাকে না। গ্যাসের চাপও কম।

বাসাবোর মতো এরকম গ্যাস সমস্যায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আজিমপুর, কমলাপুর, গোলাপবাগ, গোপীবাগ, মানিকনগর, ওয়ারী, পুরান ঢাকাসহ রাজধানীর বড় একটি এলাকার বাসিন্দাদের। এসব এলাকায় গ্যাসের চাপ অনেক কম। নিরুপায় হয়ে দিনের রান্না রাতে করে রাখতে হয় এসব এলাকার মানুষদের।

দেশে দৈনিক ৪৩০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে পেট্রোবাংলা দৈনিক ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে। এতে সারা বছরই গ্যাস-সংকটে ভোগে শিল্পকারখানাগুলো। চলমান শীতে সংকট আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের গ্যাস সংকট নিরসনে সরবরাহ পাইপলাইন আধুনিকায়ন ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন প্রক্রিয়ায় জোর দেয়ার কথা বলেন।

প্রতিবছরই শীত মৌসুমে এই দুর্ভোগ পোহাতে হয় বেশিরভাগ গ্রাহককে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান