মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম

নিজস্ব সংবাদদাতা: মার্চের মধ্যে পাঠানোর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা।

বুধবার চার দফা দাবিতে প্রথমে কারওয়ান বাজার ও পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবরোধ কর্মসূচী পালন করে তারা।

তাদের অভিযোগ সিন্ডিকেটের কারণে মালেশিয়া যেতে পারছে না ১৮ হাজার কর্মী। পরে প্রবাসী কল্যাণ সচিব জানান, মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে এসব কর্মীকে পাঠানো হবে।

গেলো বছরের ৩১ মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে এখনও মালয়েশিয়ায় যেতে পারেনি ১৮ হাজার কর্মী। এদের মধ্যে শতাধিক কর্মী চার দফা দাবিতে বুধবার কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে। এসময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে বল তাদেরকে সরিয়ে দেয় পুলিশ।

পরে প্রবাসী কল্যাণ ভবন অভিমুখে রওনা হয় আন্দোলনকারীরা। সেখানেও সড়ক অবরোধ করে তারা। আন্দোলনকারীরা বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য ৫ থেকে ৮ লাখ টাকা জমা দিয়েছিলেন। কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে প্রবাসে যেতে না পারায় মানেবতর জীবন পার করতে হচ্ছে তাদের।

তবে, মন্ত্রণালয়ের সচিব বলেন, এসব কর্মীকে পাঠাতে মালয়েশিযা সরকারের সাথে আলোচনা চলছে।

এরপর, প্রবাসী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যান আন্দোলনকারীদের ৩ সদস্যের প্রতিনিধি দল। তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান