
		নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপিবিএন এর ডিউটি অফিসারের একটি অজানা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আরেকটি হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার একটি ফোন নাম্বার থেকে হুমকি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন বিমানবন্দরে সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। প্রটোকল অনুযায়ী, সব সংস্থার সাথে সমন্বয় করে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বার্তায় তিনি সকলকে কোনো ধরনের আতঙ্ক বা বাড়তি সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার অনরোধ জানান।
মন্তব্য করুন