
		কক্সবাজার সংবাদদাতা: দেশের দুই জেলায় সড়কে প্রাণ গেল দুুই জনের । কক্সবাজার- টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে চলা ডাম্পার গাড়ির চাপায় তামজিদ এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। নিহত তামজিদ মোহাম্মদ আফসান টেকনাফের হোয়াইক্যং খারাংখালি দক্ষিণ নাছর পাড়ার আব্দু শুক্কুরের ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকাল ৫ টার দিকে শিশু তামজিদ তার বাড়ি সামনে খারাংখালি সড়কের পাশে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় হ্নীলা থেকে হোয়াইক্যং গামী বেপরোয়া গতিতে আসা ডাম্পার গাড়ির চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়।
ঘাতক ডাম্পার গাড়িটি আটক করা গেলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ।
অপরদিকে, বরিশাল নগরীতে ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ৩ ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত অবরোধ চলে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ থেকে সরে যায় শিক্ষার্থীরা।
নিহত ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল মাওয়া (১০) সে পটুয়াখালী সদর উপজেলার মো. নিজাম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাঁপা দেয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতর মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অটোরিকশাটিকে জব্দ করা হলেও এখনো চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মন্তব্য করুন