
		লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটে শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের মানুষের। প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। সেই সাথে কনকনে ঠান্ডায় জ্বর, সর্দি, কাশি সহ নানারকম শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এখানকার মানুষ। হাসপাতাল গুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।
তিস্তা ও ধরলা নদী বেষ্টিত জেলা লালমনিরহাট। বেলা বাড়লেও মিলেনা সুর্যের দেখা। ফলে শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতজনিত জ্বর, সর্দি, কাশি সহ নানারকম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। হাসপাতালগুলোতে শয্যা সংকটে লোকজন মেঝেতে আশ্রয় নিয়েছে।
প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে শীতার্তরা কাজে বেরুতে পারছেন না বলে জানায় স্থানীয়রা।
শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে স্থানীয়দের নানা রকম পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
মন্তব্য করুন