মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ এর শুরুর দিকে সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পটুয়াখালীতে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে জেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বচন হবে। ভোটগ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে। আগামী নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে সভায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুল ইসলাম, পটুয়াখালী সকল উপজেলার নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান