মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থান অন্যদেশের জন্য শিক্ষণীয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অনন্য এই আন্দোলন অন্য দেশের জন্য শিক্ষণীয়।

বৃহস্পতিবার সম্মেলনের সাইডলাইনে কনভার্সেশন উইথ মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এদিকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে মেটাকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এদিন সম্মেলনের সাইডলাইনে কনভার্সেশন উইথ মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে অংশ নেন তিনি। এর আয়োজন করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বিগত শাসনামলে বাংলাদেশে ভুয়া নির্বাচন হয়েছে, নাগরিকরা গুম হয়েছেন আর ভুয়া বিচারের নামে অনেককে ফাঁসি দেয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে তরুণদের মাধ্যমে অনন্য কিছু হয়েছে যা বিপ্লব বা গণঅভ্যুত্থানের সাথে মিলবেনা।

তিনি বলেন, বিগত শাসনামলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আইনের শাসনও অনুপস্থিত ছিলো। প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতিতে বিগত সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির চিত্র তুলে ধরেন।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যাক্তিরা লুটপাটের সম্পদ ব্যয় করে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। এসময় ক্লেগ জানান, বাংলাদেশে তথ্য যাচাই কার্যক্রম আরো বাড়ানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান