
		অনলাইন ডেস্ক : আজও কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরের জনপদ। বিশেষ করে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ। ঘনকুয়াশা আর ঠান্ডায় কাজে বের হতে পারছে না মানুষ। শীতবস্ত্রের অভাবে অসহায়, ছিন্নমূল মানুষের আগুন তাপিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। তিস্তাও ধরলার চরাঞ্চলে বসবাসকারী মানুষজনের দুর্ভোগ আরো চরমে। নদীপাড়ে বইছে কনকনে ঠান্ডা বাতাস।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন। গেল দুই দিন হলো সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দেখা মিলছে না সূর্যের। হিমেল হাওয়ার সাথে ঝিরঝির করে ঝড়ছে কুয়াশা। কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার শ্রমজীবী, নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে পড়েছে দরিদ্ররা।
মন্তব্য করুন