মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সংস্কার শেষে দ্রুত নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ এএম

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচার শেখ হাসিনার আমলের উচ্চ প্রবৃদ্ধির তথ্য ‘মিথ্যা’ ছিলো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে রয়টার্সকে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবে তাঁর সরকার।

এদিকে, ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া, বিশ্বের দুই বড় বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবারও সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

এদিন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ইউনূস সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যে কোন সহায়তায় বিশ্বব্যাংকের প্রতি ভরসা রাখার আহ্বানও জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।

এদিকে, বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও এ. পি মোলার মেয়ার্স্ক বাংলাদেশে জাহাজ শিল্পে বড় আকারের বিনিয়োগ করতে আগ্রহী। সরকার প্রধানের সাথে সাক্ষাতে তারা বলেন, প্রতিষ্ঠান দুটো বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণে সহায়তা এবং বাংলাদেশকে প্রধান বৈশ্বিক রপ্তানী কেন্দ্রে পরিণত করতে চায়।

এদিন সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে বার্তা সংস্থা রয়টার্স। এসময় তিনি বলেন, শেখ হাসিনা তার উন্নয়নের গল্প বলে গেছেন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী বলতেন, বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে। কিন্তু ভুয়া এই তথ্য নিয়ে কেউ প্রশ্নœ্ তুলেনি। দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দেয়ার কথাও জানান তিনি।

এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে তাঁর ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসা করেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান