
		নিজস্ব প্রতিবেদক : নির্বাচন বিলম্বিত করে অনন্তকাল সংস্কার চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। আবারো এক এগারো আনার চেষ্টা চলছে- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারদের এমন বক্তব্যে ক্ষোভ জানান তারা।
শুক্রবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নীতি নির্ধারক নেতারা জানান, বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের সাথে জড়ানোর চেষ্টার পরিণতি ভালো হবে না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরে সাংবাদিকদের রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপি’র আন্দোলনের ফসল। উপদেষ্টাদের মধ্য থেকে শেখ হাসিনার বক্তব্যের পুনরাবৃত্তিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে, আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে জড়িয়ে কিছু রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
বিএনপি ও এর প্রতিটি নেতাকর্মী এক এগারো সরকারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।
মন্তব্য করুন