
		নিজস্ব প্রতিবেদক : গত এক মাসেও রাজধানীতে সয়াবিন তেলের বাজার স্থিতিশীল হয়নি। রাজধানীর পাইকারী থেকে খুুচরা দোকানগুলোতে তেল সরবরাহ নেই বললেই চলে। ভরা মৌসুমেও চালের দাম কমেনি। মাছের বাজারও উর্দ্ধমুখী। বাহারী স্বাদের ফলের দাম সাধ্যের বাইরে। তবে শীতকালীন সবজির দাম হাতের নাগালে রয়েছে।
রাজধানীর অন্যান্য বাজারের মতো বনানী কাঁচাবাজারও শীতকালীন নানা জাতের সবজিতে সয়লাব। কাঁচামরিচ থেকে ফুলকপি, আর আলু বেগুনের দাম কম থাকায় সস্তিতে ক্রেতারা।
গেল সপ্তাহের তুলনায় শুক্রবার মাছ বাজার চড়া। বিক্রেতারা দাম বাড়েনি দাবি করলেও ক্রেতারা জানান, ক্রমশই স্বাধ্যের বাইরে যাচ্ছে মাছের দাম।
অনেক দিন ধরে চালের দাম বাড়ছে। এই ভরা মৌসুমেও বাজারে চালের দাম কমার লক্ষণ নেই। আর বাজারের খুচরা দোকানগুলোতে সয়াবিন তেলের যোগান না থাকায় হতাশ ক্রেতা-বিক্রেতা উভয়ই।
তবে গেল সপ্তাহের তুলনায় মাংসের বাজারের দাম কিছুটা নিুমুখী। কক এবং বয়লার মুরগীতে প্রতি কেজির দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা।
ফলের বাজারের দাম অনেকটাই নাগালের বাইরে। গেল সপ্তাহের তুলনায় সব ধরনের দেশী এবং আমদানী করা বিদেশী ফলের দাম অনেকটাই বেড়েছে। এ নিয়ে ক্ষোভ আছে ক্রেতা-বিক্রেতাদের।
বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা।
মন্তব্য করুন