মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: কোন নতুন দল গঠনে সরকার পৃষ্ঠপোষকতা করছেনা বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এসময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এই বিশেষ প্রদর্শনীর। এতে ২৪’র গণ আন্দোলনের ছবি ছাড়াও ঠাঁই পেয়েছে ৫ জন শহীদের ব্যবহৃত জিনিসপত্র।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, পরিবেশ উপদেষ্টা, সমাজকল্যাণ উপদেষ্টাসহ বিশিষ্টজনেরা। উদ্বোধন শেষে প্রদর্শনী ঘুরে দেখেন তারা।এসময় ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, জুলাইয়ে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বৈরাচারের ভয়ংকর পতনের দৃষ্টান্ত জুলাই বিপ্লব। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারলেই এই আন্দোলনের স্বার্থকতা আসবে। ইতিহাস নিয়ে মিথ্যাচার করে বিগত সরকার শিশুদের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান