
		নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের দুঃশাসন ও অলিগার্ক চুক্তি দেশের অর্থনীতি ধ্বংস করেছে। সেই সরকার পতনের পর দেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও’র মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, শাসক পরিবারের ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত আন্তর্জাতিক চুক্তির সঙ্গে জড়িত ছিল। বাংলাদেশ এরইমধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে।সাপ্লাই চেইন আকৃষ্ট করতে ঢাকাকে এলডিসি গ্র্যাজুয়েশনে সাহায্য করার পরামর্শ দেন ডব্লিউটিও’র প্রধান। ড. ইউনূসের স্থিতিশীলতায়, বাংলাদেশেও এখন স্থিতিশীলতা ও শান্তি ফিরেছে বলে মন্তব্য করেন তিনি। আরেক বৈঠকে মাতারবাড়ী বন্দর পরিচালনায় আগ্রহের কথা জানান সৌদি মালিকানাধীন বন্দর সংস্থা রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান আমের এ. আলী রেজা। এসময় প্রধান উপদেষ্টা তাকে বলেন, চট্টগ্রামকে এ অঞ্চলের দেশগুলোর জন্য রপ্তানি ও শিপিং হাব হিসেবে গড়তে বঙ্গোপসাগরে আরও বন্দর করা হবে। এছাড়া, মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অজি কে ফাবেলার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
মন্তব্য করুন