
		নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি ও স্বৈরশাসকের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়েছিল। সেটা থেকে বেরিয়ে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত হয়েছে।
শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশকে স্বল্পন্নোত দেশ থেকে মসৃণ উত্তরণে সহায়তার প্রতিশ্র“তি দেন ডব্লিউটিওর মহাপরিচালক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথে রয়েছেন প্রধান উপদেষ্টা।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। শুক্রবার সম্মেলনের শেষ দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও’র মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে দুর্নীতি ও স্বৈরশাসকের অলিগার্ক ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিলো। শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পতনের পর এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশ। বতর্মানে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত হয়েছে। তাই বাংলাদেশে বড় বিনিয়োগের আহবান জানান তিনি।
এ সময় বাংলাদেশকে স্বল্পন্নোত দেশ থেকে মসৃণ উত্তরণে সহায়তা করার প্রতিশ্র“তি দেন ডব্লিউটিওর মহাপরিচালক।
এদিকে, সৌদি আরবের মালিকানাধীন বন্দর পরিচালনা সংস্থা রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টা সঙ্গে সাইডলাইন বৈঠকের সময় সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলিরেজা এই আগ্রহের কথা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা সংস্থাটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম অঞ্চলকে রপ্তানি ও শিপিং হাব হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে আরও বন্দর নির্মাণ করবে।
এবারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ।
মন্তব্য করুন