মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জলবায়ু সংকটে ব্যাহত দেশের ৩ কোটি শিশুর শিক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:১০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : গেলো বছর চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে ৩ কোটি ৩০ লাখ শিশুর। জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, শিশুদের পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি করে তাপপ্রবাহ। এছাড়া কয়েক দফা বন্যায়ও ক্ষতিগ্রস্ত হয় শিশুদের শিক্ষাকার্যক্রম। সংস্থাটির মতে, চরমভাবাপন্ন আবহাওয়ায় ৮৫ দেশের ২৪ কোটির বেশি শিশুর শিক্ষা বাধাগ্রস্ত হয়েছে।

চরমভাবাপন্ন আবহাওয়াজনিত দুর্ঘটনায় ২০২৪ সালে বাংলাদেশের তিন কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ বাংলাদেশের এক বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। আর জাতিসংঘ প্রকাশিত “লার্নিং ইন্টারাপটেড: গ্লোবাল স্ন্যাপশট অব ক্লাইমেট-রিলেটেড স্কুল ডিসরাপশন ইন ২০২৪” শীর্ষক প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা সাড়ে তিন কোটির বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়াজনিত এই পরিস্থিতি থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে পর্যাপ্ত প্রস্তুত নয় দেশের স্কুল এবং শিক্ষাব্যবস্থা।

প্রতিবেদন অনুযায়ী, গেলো বছরের এপ্রিল ও মে মাসে বয়ে যাওয়া তাপপ্রবাহ দেশজুড়ে শিশুদের পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি করে। একারণে সারাদেশে দুই সপ্তাহ পর্যন্ত স্কুল বন্ধ ছিলো। মে মাসে ঘূর্ণিঝড় রিমালে বেশ কিছু জেলার শিশুদের স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। ইউনিসেফ বাংলাদেশের হিসেবে, গত বছর জলবায়ুজনিত কারণে সিলেট অঞ্চলের শিশুরা প্রায় দুই মাস শ্রেণি শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে। আর খুলনা, চট্টগ্রাম ও রংপুরের শিশুরা ছয় সপ্তাহ পর্যন্ত স্কুল বঞ্চিত হয়েছে।

“গ্লোবাল স্ন্যাপশট অব ক্লাইমেট-রিলেটেড স্কুল ডিসরাপশন ইন টুয়েন্টি টুয়েন্টি ফোর”- এর তথ্যমতে, গেলো বছর ৮৫টি দেশে তাপদাহ, সাইক্লোন, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে স্কুলগামী প্রতি সাতজন শিক্ষার্থীর মধ্যে একজনের পাঠগ্রহণ বিঘিœত হয়েছে। সংখ্যার হিসেবে এটি ২৪ কোটির বেশি। আর এর অর্ধেকেরই বসবাস দক্ষিণ এশিয়া। আফ্রিকার দেশগুলোতে ১০ কোটির বেশি শিশু শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়েছে।

শিক্ষা খাতে জলবায়ু-কেন্দ্রিক আর্থিক বিনিয়োগ অত্যন্ত কম উল্লেখ করে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান