মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নতুন শিল্প কারখানার গ্যাসের দাম বাড়ানো হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

নিজস্ব সংবাদদাতা: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা ভূর্তকি দেয়া হচ্ছে বলে জানিয়েছে উপদেষ্টা ফাওজুল কবীর। ঘাটতি কমাতে নতুন শিল্প কারখানার জন্য গ্যাসের দাম বাড়ানো হবে বলেও জানান তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত জ্বালানি নিরাপত্তা নিয়ে এক সেমিনারে এসব বলেন বিদ্যুত উপদেষ্টা। এসময় জ্বালানি খাতের দুর্নীতিবাজদের বিচারের পাশাপাশি, ব্যয় কমাতে বসিয়ে রাখা বিদ্যুৎকেন্দ্রের চার্জ দেয়া বন্ধ করার দাবি জানান বিশেষজ্ঞরা।

জ্বালানি নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের সাথে এই সেমনিারের আয়োজন করে বব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বিদ্যুত ও জ্বালানিখাতের চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা।

এসময় দ্রুত শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে গ্যাস সংকট সমাধানের আহবান জানান বক্তারা। জ্বালানি খাতের ব্যয় কমালে দাম বাড়ানোর প্রয়োজন হবে না জানিয়ে, গ্যাস সংকটের কথা বিবেচনা করে বিকল্প জ্বালানি নিশ্চিতেরও তাগিদ দেন তারা।

সেমিনারে অংশ নিয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর বলেন, এই খাতে অনিয়ম দূর করতে উন্মুক্ত পদ্ধতিতে প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্পের কাজ দেয়া হচ্ছে। ভূর্তকি কমাতে সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সংকট মোকাবেলায় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির উৎপাদান বাড়ানোর কথাও জানান এই উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান