
		রাঙামাটি সংবাদাতা: অপার সৌন্দর্যের লীলা ভূমি রাঙামাটি। পাহাড়, ঝর্ণা, স্বচ্ছ জলের কলতান আর অবারিত সবুজের হাতছানি প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে। দূর-দূরান্ত থেকে প্রতিনিয়তই ছুটে আসে ভ্রমন পিপাসুরা। তবে প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করলেও যত্রতত্র আবর্জনা আর ময়লার ভাগাড় সেইসঙ্গে অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়তে হয় তাদের।
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ, কবিগুরুর গানের মতই পাহাড়, আকাঁবাকা রাস্তা ও লেকের কোল ঘেঁষে দাড়িয়ে আছে রাঙ্গামাটি শহর। প্রকৃতি তার সব রূপ ও সৌন্দর্য উজার করে দিয়েছে এখানে। নৈসর্গিক সৌন্দর্য হাত-ছানি দিয়ে সব সময় আমন্ত্রণ জানায় ভ্রমণ পিপাসুদের। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন জেলাটি শহরটিতে। কিন্তু, শহরটিতে এসে প্রকৃতির সান্নিধ্য পাওয়ার বদলে জুটছে অস্বাস্থ্যকর পরিবেশ।
তবে, অস্বাস্থ্যকর এই পরিবেশের জন্য স্থানীয়রা দুষছেন স্বাস্থ্য সম্মত পাবলিক টয়লেটের অভাব ও বর্জ্য অব্যবস্থাপনাকে। তারা বলছেন দুই দশক আগে পৌরসভার উদ্যোগে শহরের বাজার এলাকায় গণশৌচাগার করা হলেও বর্তমানে সেগুলোর অস্তিত্ব নেই।
যেখানে সেখানে বর্জ্য ফেলা এবং স্বাস্থ্য সম্মত পাবলিক টয়লেটে অভাবে একদিকে যেমন পরিবেশ হচ্ছে দূষিত অন্যদিকে আগ্রহ হারাচ্ছে পর্যটকেরা।
এদিকে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণশৗচাগার নির্মান করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
জেলার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলোতে স্বাস্থ্য সম্মত গণশৌচাগার নির্মাণ ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন