
		খুলনা সংবাদদাতা: খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। শ্রমিক ইউনিয়নের ডাকে তারা এ কর্মসূচী পালন করেছে। আন্দোলনের ২য় দিনে আজ (সোমবার) সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাংকলরী রেখে ধর্মঘট শুরু করে।
এ সময় তারা সব ধরনের জ্বালানী তেল সরবরাহ বন্ধ রাখে। ট্যাংকলরী শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এসময় শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি না দেয়া পর্যন্ত অনির্দিস্টকালের জন্য ধর্মঘট অব্যহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।
এর আগে গতকাল (রোববার) ২৬ জানুয়ারী দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করলে ধর্মঘট শুরু হয়।
মন্তব্য করুন