
		নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার শ্রমিকের মধ্যে ৭ হাজার ৯৬৪জনকে দেশটিতে প্রবেশেযোগ্য হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, বাংলাদেশের উদ্যোগের প্রেক্ষিতে দুই দেশের সমন্বয়ে গঠিত যৌথ কারিগরি দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুদক থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলেও জানান মুখপাত্র।
মন্তব্য করুন