
		নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদ মর্যাদা প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ এই পদ মর্যাদা প্রদানে পত্রে স্বাক্ষর করেছেন।
এখন থেকে খন্দকার দেলোয়ার জালালী যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।
এর আগে খন্দকার দেলোয়ার জালালী প্রেস সেক্রেটারি-০২, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেসরকোরি চ্যানেল এসএ টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন দেলোয়ার জালালী। তিনি পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত খন্দকার জালাল উদ্দিনের অষ্টম ছেলে।
মন্তব্য করুন