
		অনলাইন ডেস্ক: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা (৭৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার তিন বারের এমপি ছিলেন।
মন্তব্য করুন