
		লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি শাখার সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোনালী ব্যাংকের এই শাখাটির অবস্থান লালমনিরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে।
সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের পর সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের নৈশপ্রহরীর চিৎকারে ডাকাত দল পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে অভিনব কৌশলে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে ডাকাতরা। তবে ব্যাংকটির একজন নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত লোহার জগ, ড্রিল মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যায় ডাকাত দল। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাত নামে সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন