
		নিজস্ব সংবাদদাতা: সব ধরণের পণ্যের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে ৫০ লাখ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটমুক্ত রাখাসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ৩০ লাখ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাট মুক্ত রাখার প্রজ্ঞাপন জারি করেছে, যা তারা প্রত্যাখ্যান করছেন।
সভাপতি মাহমুদ বলেন, তারা চায় প্রত্যেকটি পণ্যের উৎপাদন বা আমদানি পর্যায়ে এমআরপি নির্ধারণ করে ভ্যাট আদায় করা হোক।
এতে দোকান মালিক ও ভোক্তা ভ্যাটের নামে হয়রানি থেকে মুক্ত থাকবে।
মন্তব্য করুন