
		নিজস্ব সংবাদদাতা: ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার কাজ চলছে বলে জানান দুদকের মহাপরিচালক আখতার হোসেন। তিনি বলেন, আইন অনুযায়ী তাকে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় জানানো হয়, ইসলামী ব্যাংক থেকে ৮শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্র“পের মালিকের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আর দুইশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনায় ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক।
মন্তব্য করুন