মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দুর্বল ব্যাংকের গ্রাহকেরা জমা টাকা ফেরত পাবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

নিজস্ব সংবাদদাতা: দুর্বল ব্যাংকের গ্রাহকেরা জমা টাকা ফেরত পাবেন বলে আশ^স্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে সে জন্য সময় দিতে হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ পরিস্থিতি নিয়ে এক সেমিনারে এমন আশ্বাস দেন তিনি। এসময় ২২টি মন্ত্রণালয়ের পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। অভিযোগ করেন এর বেশিরভাগই মানুষকে প্রতারিত করে।

মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে দেশে ৭২৪টি প্রতিষ্ঠান ২৬ হাজারের বেশি শাখার মাধ্যমে ৩ লাখ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। যাদের বেশিরভাগই কাজ করে গ্রামীণ অঞ্চলে। এছাড়াও সরকারের প্রায় ২২টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এসব মিলিয়ে ক্ষুদ্র ঋণ দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা হাজারেরও বেশি। এর ফলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকট সৃষ্টি হচ্ছে। মঙ্গলবরা রাজধানীতে এক সেমিনারে এই সংকটের কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। গ্রামীণ ব্যাংকের উদাহরণ টেনে তারা সহযোগিতা চান কেন্দ্রীয় ব্যংাকের গভর্নরের কাছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, গ্রামীণ ব্যাংক একটি ইনসিডেন্ট। এখনকার সময়ের বিবেচনায় এটি হওয়া উচিত ছিলো না। সরকারের ২২টা মন্ত্রণালয়ে যে ক্ষুদ্রঋণ কার্যক্রম চলছে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর।

অংশগ্রহণকারীরা দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানত ফেরত পাওয়ার বিষয়ে গভর্নরের সহযোগিতা চান। এস আলমের ব্যাংকে টাকা রেখে যারা বিপাকে আছেন তাদের আমানত উদ্ধার করার প্রতিশ্র“তি দেন গভর্নর।

এছাড়া ক্ষুদ্র ঋণ কার্যক্রমে জবাবদিহি নিশ্চিতে ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটাবেইজে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন আহসান এইচ মনসুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান